ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৮৫

প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রান তামিমের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৭ ২ ডিসেম্বর ২০২০  

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশের বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

 

টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম। মাইলফলক স্পর্শ করতে ২৭ রানের প্রয়োজন ছিল তার। সেখানে ৩ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩১ রান করে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

 

বরিশাল ইনিংসের ১১তম ওভারে ঢাকার স্পিনার নাসুম আহমেদকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান তামিম। ২১৩ ম্যাচে ২১২ ইনিংসে বিশ্বের ৩৯তম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের ক্লাবে নাম লেখান তিনি। এ ফরম্যাটে তার ঝুলিতে আছে ৩ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরি।

 

জাতীয় ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাব ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ একাদশ, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, দুরন্ত রাজশাহী, এসেক্স, ফরচুন বরিশাল, আইসিসি বিশ্ব একাদশ, লাহোর কালান্দার্স, নটিংহ্যামশায়ার, পেশোয়ার জালমি, সেন্ট লুসিয়া জোকস, ইউসিবি-বিসিবি ইলেভেন, ওয়াম্বা ইউনাইটেড, ওয়েলিংটন ও বিশ্ব একাদশের হয়ে খেলেছেন তামিম।

 

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখন পর্যন্ত ১৫৫ রান করেছেন তামিম। ইতোমধ্য এ আসর দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩শ’ উইকেট শিকারের কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর