ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩১২

প্রেসিডেন্টস কাপের ফাইনাল পেছালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ২২ অক্টোবর ২০২০  

বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। আগামী শুক্রবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ২ দিন পিছিয়ে তা রোববার অনুষ্ঠিত হবে।

 

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই দিন বেলা দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে  মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ এবং নাজমুল একাদশ। এখন দেখার বিষয় কার হাতে ওঠে ট্রফি।

 

এর আগে গেল বুধবার আশা জাগিয়েও তীরে এসে তরী ডোবায় তামিম ইকবাল একাদশ। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে যায় তাদের। লো স্কোরিং ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে ৭ রানে হেরে যান তারা। 
আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্ট লঘুচাপ গতকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। বৃহস্পতিবার আরও ঘনীভূত হতে পারে।

 

আবহাওয়া অফিসের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরো ঘনীভূত হবে। আগামী শুক্র-শনিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে কি না কিংবা কোনদিকে অগ্রসর হবে তা বলা যাচ্ছে না। 

 

আবহাওয়া অধিদফতর জানায়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এদিন ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ঝরবে। কোথাও বজ্রসহ বৃষ্টি হবে। কোনো জায়গায় ভারি বর্ষণ হতে পারে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর