ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৬১৯

প্লে-অফ নিশ্চিত করল চিটাগং

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৯ ৩১ জানুয়ারি ২০১৯  

 
টেবিলের শীর্ষে উঠে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল চিটাগং ভাইকিংস। সাত ম্যাচের ছয়টিতেই জয় নিয়ে পয়েন্ট ছিল ১২। এক ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত। ঘরের মাঠে সেই ‘এক’ ম্যাচই জেতা হচ্ছিল না মুশফিকুর রহীমের দলটি। অবশেষে বুধবার চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচটি জিতে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল তারা।

বুধবার ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়েছে চিটাগং। এদিন প্রথমে ব্যাট করে ক্যামেরন ডেলপোর্টের ব্যাট ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে চিটাগং। মুশফিক ৪৩ ও মোহাম্মদ শেহজাদ ২১ রান করেন। জবাবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৬৩ রান পর্যন্ত করতে পারে ঢাকা।

এই হারে প্লে-অফ কিছুটা কঠিন হয়ে গেল ঢাকার জন্য। পরবর্তী দুইটি ম্যাচেই এখন জিততে হবে সাকিব আল হাসানের দলটিকে।

 চিটাগংয়ের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ২৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর নুরুল হাসানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন অধিনায়ক সাকিব। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়ে যান নুরুল হাসান। তার ২৩ বলের ইনিংসটিতে ছিল ২টি করে ছক্কা ও চারের মার।

কিন্তু শেষ আশা হিসেবে ক্রিজে ছিলেন সাকিব। তার ব্যাটের দিকে তাকিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ডয়নামাইটস শিবির। কিন্তু সাকিব ব্যক্তিগত ৫৩ রানে আউট হয়ে গেল সেই স্বপ্নও শেষ হয়ে যায়। দলীয় রান তখন ১৫৪। এরপর আর বেশিদূর এগুতে পারেনি তার দল। কোন জয় ছাড়াই চট্টগ্রাম পর্ব শেষ করল তারা।

চিটাগংয়ের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন আবু জায়েদ। দুই সাকিবের উইকেটসহ নিয়েছেন দাসুন শানাকা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর