ঢাকা, ১২ নভেম্বর বুধবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৯৩৭

ফের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় সালাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ৯ জানুয়ারি ২০১৯  

টানা দ্বিতীয়বার আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মোহাম্মদ সালাহ। মঙ্গলবার সেনেগালের রাজধানী ডাকারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

লিভারপুল ফরোয়ার্ড পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ সেনেগালের সাদিও মানে এবং আর্সেনালের গ্যাবনিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে।

পুরস্কার গ্রহণের পর সালাহ বলেন, ছোটবেলা থেকেই এই পুরস্কার জয়ের স্বপ্ন দেখতাম। আর এখন পরপর দু’বার এটা গ্রহণ করছি। এজন্য আমি পরিবার, সতীর্থ, ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমি এই শিরোপা আমার দেশ মিসরকে উৎস্বর্গ করতে চাই।

গত বছরও এ পুরস্কার জেতেন সালাহ।  এর মধ্য দিয়ে ১৯৮৩ সালে মাহমুদ আল খতিবের পর প্রথম মিসরীয় হিসেবে বর্ষসেরা ফুটবলার মনোনীত হন ২৬ বছর বয়সী ফুটবলার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর