ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৪২

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: কে কত টাকা পেলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ১৯ ডিসেম্বর ২০২০  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সেরা খেলোয়াড় হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ শিকারী তিনি। সেই সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ফিজ।

 

এর পুরস্কার হিসেবে ৩ লাখ টাকা পেয়েছেন মোস্তাফিজ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সেরা বোলারও হয়েছেন তিনি। এজন্য ২ লাখ টাকা পেয়েছেন কাটার মাস্টার। এছাড়া তার দল চট্টগ্রাম রানার্স-আপ হওয়ায় খেলোয়াড় হিসেবে ৭৫ হাজার টাকা পেয়েছেন এই বোলিং বিস্ময়।

 

মোস্তাফিজের সতীর্থ ওপেনার লিটন দাস হয়েছেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। তিনি ১০ ম্যাচে করেন ৩৯৩ রান। গড় ৪৯ দশমিক ১২। সেজন্য ২ লাখ টাকা পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় জেমকন খুলনা। চ্যাম্পিয়ন হওয়ায় দলটির প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ টাকা করে।

 

শিরোপা নির্ধারনী ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। ম্যান অব দ্য ফাইনাল হওয়ায় ১ লাখ টাকা পেয়েছেন এই সাইলেন্ট কিলার।

 

বিশেষ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১ লাখ করে পেয়েছেন চারজন খেলোয়াড়। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর