ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫১৮

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কে কত টাকা পাবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪০ ১৬ ডিসেম্বর ২০২০  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।

 

এই আসরের জন্য চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য কোনো প্রাইজমানি রাখা হয়নি। তবে ব্যক্তিগত পুরস্কার রাখা হয়েছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। রানার্স-আপ দলের সব ক্রিকেটারকে দেওয়া হবে ৭৫ হাজার টাকা।

 

টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে তিন লাখ টাকা। ফাইনালের সেরা ক্রিকেটার পাবে এক লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলারকে এক লাখ করে দেয়া হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর