ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৮২

বর্ষসেরা একাদশে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৫ ২৮ ডিসেম্বর ২০১৮  

শেষ হচ্ছে ২০১৮ সাল। কদিন পরই শুরু হবে নতুন বছর। বিদায়ী বছরের সমাপ্তিকে সামনে রেখে সব অঙ্গনে চলছে এ বছরের হিসাবনিকেশ। পিছিয়ে নেই ক্রিকেট অঙ্গনও। এ অঙ্গনেও এবারের সেরাদের নিয়েও চলছে কাটাছেঁড়া। এরই ধারাবাহিকতায় বর্ষসেরা ওয়ানডে একাদশ বাছাই করেছে জনপ্রিয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ। সেই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ একাদশে ভারতেরই ক্রিকেটার রয়েছেন ৫ জন। এছাড়া ইংল্যান্ডের ২ জন এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ১ জন করে ক্রিকেটার রয়েছেন। একাদশে ওপেনার হিসেবে ক্রিকবাজ বেছে নিয়েছে ভারতের রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে। ওয়ানডাউনে পছন্দ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারে পরের স্থান দুটিতে আছেন দুই ইংলিশ জো রুট ও জস বাটলার। এর পরই অলরাউন্ডার ক্যাটাগরিতে রয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিবের পর থিসারা পেরেরাও রয়েছেন অলরাউন্ডার হিসেবে। বোলিং আক্রমণে স্পিন এবং পেসে ভারসাম্য রেখেছে ক্রিকবাজ। স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কূলদ্বীপ যাদব। পেসার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

একনজরে হার্শা ভোগলের একাদশ-
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কূলদ্বীপ যাদব, কাগিসো রাবাদা ও জাসপ্রিত বুমরাহ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর