ঢাকা, ১৭ আগস্ট রোববার, ২০২৫ || ১ ভাদ্র ১৪৩২
good-food
১৮৫

বাংলাদেশের সঙ্গীত নিয়ে কাজ করতে চান রাহাত ফাতেহ আলী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪৮ ২৩ ডিসেম্বর ২০২৪  

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাতকালে নাহিদ ইসলাম বলেন, রাহাত ফাতেহ আলী খান গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, উপমহাদেশ তথা সারাবিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।

 

আগের দিন (শনিবার) ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্ট করেন রাহাত ফাতেহ আলী। এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের কনসার্টের দরকার ছিল।

 

এসময় বাংলাদেশের সংগীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাহাত ফাতেহ আলী খান। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে আমন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

 

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর