ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৭৪৫

রাশিদ পলাশের সিনেমা

বিপ্লবী ‘প্রীতিলতা’ পরীমনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৫ ২৫ সেপ্টেম্বর ২০২০  

একদিকে রূপ, গুণ আর অভিনয়ের দক্ষতা আর অন্যদিকে প্রতিনিয়ত নিত্য-নতুন গ্ল্যামারার্স ছবি দিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামেও ঝড় তুলছেন তিনি। অল্প দিনেই হয়ে জনপ্রিয় উঠেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি।

 

এবার জানা গেলো নতুন খবর। ব্রিটিশবিরোধী আন্দোলনরে প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

 

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন তরুণ মেধাবী পরিচালক  রাশিদ পলাশ।

 

গত চার বছর আগেই এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু নানা প্রতিকূলতায় তা আর হয়ে ওঠেনি।


২০১৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজনে ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়।

 

সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্রের নির্মাণকাজের অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

 

কিন্তু প্রযোজক সংকটে সব কিছুই আটকে যায়। এবার সেই সংকট কাটিয়ে শিগগিরই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। পরীমনি ছাড়া ছবিটির অন্যান্য শিল্পী ও কলাকুশলী বাছাই হলেই শুটিং শুরু হবে।

 

অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত থাকবেন পরীমনি, এমনটাও জানা গেছে ছবিটির সঙ্গে সংশ্লিষ্টদের সূত্রে।

 

ইউফরসির ব্যানারে ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

 

নির্মাতা রাশিদ পলাশ বলেন, প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমণিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি। পরী এই চরিত্রটি খুবই ভালো করবে। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর