ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৯১৬

বিশাল বিজয় নিয়ে দিল্লীর মসনদে মোদী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ২৩ মে ২০১৯  

বিশাল বিজয় নিয়ে ভারতের ইতিহাসে দ্বিতীয়বারের মত দিল্লীর মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবারের নির্বাচনে ভোট হয়েছে ৫৪৩ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।  সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি (ভারতীয় জনতা পার্টি ) নেতৃত্বে এনডিএ জোট।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র প্রতিবেদনে ভোট গণনা শুরু হওয়ার পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩২২টিতে এগিয়ে আছে।  কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ৯২টি আসনে। অন্যান্য দলগুলো ১১৫টিতে এগিয়ে আছে।

পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ২২টিতে ওই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। গতবার মাত্র দুটি আসন পাওয়া বিজেপি এবার ১৭ আসনে এগিয়ে। এ রাজ্যে মাত্র একটি আসনে এগিয়ে কংগ্রেস।

এ দুটো রাজ্য ছাড়া বিজেপি  রাজস্থান, কর্ণাটক, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রে জয়লাভ করেছে।
এদিকে ফলাফল দেখে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে মোদীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর