ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৩২১

বিয়ে করলেন অভিনেতা জোভান, পাত্রী কে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০০ ১৩ জানুয়ারি ২০২৪  

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন তিনি। প্রথম ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’

 

ছবিতে দেখা যায়, একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।

 

খোঁজ নিয়ে জানা যায়, আজ বিয়ে হয়েছে এ অভিনেতার। মিডিয়ার কাছের মানুষদেরও জানিয়েছেন বিষয়টি। তাদের একজন জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তবে অভিনেতা স্ত্রীর বিষয়ে এখনই মুখ খুলছেন না।

 

২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর