ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১
good-food
৯৭

বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৩ ৬ এপ্রিল ২০২৪  

চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। এদিকে, কিছুদিন আগেই মা হারিয়েছেন অভিনেত্রী পূজা। ফলে ঈদ ও সিনেমা নিয়ে তেমন একটা উচ্ছ্বসিত নন তিনি। এরপরও পেশাগত কারণে সিনেমার প্রচারণা করছেন।

 

সম্প্রতি প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এ নায়িকা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, যা অবশ্যই আনন্দের। আবার তেমনই কষ্টের। কেননা, এই ঈদে আমার মা নেই। এরপরও আমাকে অভিনয় এবং সিনেমার প্রোমোশনে যেতে হবে। কারণ, এটা আমার পেশা- যে পেশায় সফলতা পেলে সবথেকে বেশি খুশি হবে আম্মু। এজন্য তার স্বপ্ন পূরণে কাজটি মন দিয়ে করতে চাই আমি।

 

গত ২৪ মার্চ বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয় পূজার মা ঝর্ণা রায়ের। জানা যায়, তিনি ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় বাসার পাশের মিরপুর ডেল্টা কেয়ারে ভর্তি করানো হয় তার মাকে। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে নেয়া হয়। এরপর সুস্থ হলে চার-পাঁচদিন কেবিনে রাখা হয়। তারপর ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন ঝর্ণা রায়। পরবর্তীতে বাসাতেই মৃত্যু হয় তার।

 

মাকে হারানোর পর এখন পরিবারই সবকিছু অভিনেত্রী পূজার কাছে। পরিবার যদি চায় বিয়ের পর সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে, তাতেও রাজি তিনি। এ ব্যাপারে পূজা বলেন, আমার মায়ের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। সেটি তিনি হতে পারেননি। তবে আমাকে বানিয়েছেন। আর এখন মা নেই। এখন পরিবারই আমার কাছে সব।

 

এ অভিনেত্রী বলেন, পরিবার চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। আমার কাছে তাদের চাওয়াই সব। আর এই ঈদে কোনো আনন্দ নেই আমার। শপিংও নেই। সিনেমার প্রচারে বের হবো, পরে ফের বাসায় চলে যাবো।

 

প্রসঙ্গত, ‘লিপস্টিক’ হচ্ছে রোমান্টিক ধাঁচের সিনেমা। রাজধানী ঢাকার অদূরে অবস্থিত একটি গ্রামের কিশোরী বুচির স্বপ্ন নায়িকা হওয়ার। এজন্য ঢাকায় আসেন তিনি। যাবতীয় আনুষ্ঠানিকতাও শেষ হয়। একপর্যায়ে নায়িকাও হয়ে যান। তারপরই শুরু হয় ভিন্ন এক জীবন। সিনেমায় বুচির চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর