ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১৩৬৫

ব্যাচেলরদের বাসা ছাড়তে হবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৭ ২৮ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

রাজধানী ঢাকা শহরে বসবাসরত ব্যাচেলরের সংখ্যা নেহাতই কম নয়। প্রতি বাসাতেই কেউ না কেউ ব্যাচেলর।

অনেক এলাকায় ব্যাচেলরদের জন্য ভবন পর্যন্ত ভাড়া দেয়া হয়। কোন কোন এলাকা ব্যাচেলর এলাকা হিসেবে পরিচিতিও লাভ করে।

এরই মধ্যে ব্যাচেলরদের জন্য দুঃসংবাদ বয়ে আনে নির্বাচনকে কেন্দ্র করে ছাড়তে হবে বাসা - এমন একটি ‘ভুয়া খবর’।

যদিও রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা প্রদান করেনি বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানীতে ব্যাচেলরদের বাসা ছাড়ার একটি গুজব ছড়িয়ে পড়ার পর ডিএমপি'র নজরে আসে ব্যাপারটি। এ কারণে তাদের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে এ তথ্য প্রকাশ করে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মোহাম্মদ তয়াছির জাহান জানান, এটা গুজব। ডিএমপি এ বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করেনি। তাই এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।