ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৮৯

ব্রিসবেন টেস্টে ভারতের ঐতিহাসিক জয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩০ ১৯ জানুয়ারি ২০২১  

ভারতের জয়ের জন্য দরকার তখন ৩ রান। হ্যাজলউডের বলটা লং অফের দিকে ঠেলে দিয়েই দৌড় শুরু করলেন রিশাভ পান্ত। দৌড়ে হলেও জয়টা নিশ্চিত করা চাই। শেষ পর্যন্ত ওই বলটা পার হলো বাউন্ডারি। ব্যাস ম্যাচ জিতে গেলো ভারত। অস্ট্রেলিয়ার ৩২ বছরের দুর্গে হানা দিল তারা।

 

সিরিজ নির্ধারণী টেস্টটিতে শেষ মুহূর্তে এসে ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয় পেয়েছে আজিঙ্কা রাহানের দল। তাতে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিয়েছে তারা। ভারতের উত্থান-পতনে সাজানো এক সিরিজে শেষটাও হলো রোমাঞ্চ আর উত্তেজনায়।  

 

চতুর্থ ইনিংসে তাদের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩২৮ রানের। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪ রান তুললেও কঠিন উইকেটে সফরকারীরা পঞ্চম দিনে কতটা টিকতে পারবে, সংশয় ছিল।

 

ওই ভিতের ওপর দাঁড়িয়ে চেতেশ্বর পূজারা আর রিশাভ পান্ত জয়ের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন। পূজারা ৫৬ রানে ফিরলেও পান্ত হাল ছাড়েননি। দলকে একদম জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেছেন ১৩৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। এছাড়া শেষ দিকে গুরুত্বপূর্ণ ২২ রান করেন ওয়াশিংটন সুন্দর।  

 

গত ৩২ বছরের মধ্যে গ্যাবার দুর্গে হার দেখেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ তারা নিজেদের এই পয়া ভেন্যুতে হেরেছিল সেই ১৯৮৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়া এখানে ৩১টি ম্যাচ খেলে জিতেছে ২৪টিতেই। বাকি ৭টিতে করেছে ড্র।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর