ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৩০

ব্রেন টিউমারে আক্রান্ত বাঁ-হাতি স্পিনার মোশাররফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৩ ১০ মার্চ ২০১৯  

দুঃসংবাদটি জানতে পারলেন মাত্র দুদিন আগে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

বেশ কদিন ধরেই মাথায় নানা সমস্যা অনুভব করছিলেন তিনি। দুদিন আগে রাজধানীর এক হাসাপাতালে এমআরআই করে জানতে পারলেন, মস্তিষ্কে টিউমার।

এমন এক দু:সংবাদে তিনি তো বটেই, ভেঙে পড়েছে পুরো পরিবার। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করতে। মোশাররফ চাইছেন অস্ত্রোপচারটা তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে করাতে। এরই মধ্যে ভিসা প্রক্রিয়া শুরু করেছেন। ভিসা পেলেই সিঙ্গাপুর রওনা দেবেনিএই ক্রিকেটার।

 

এ দুঃসংবাদের মধ্যে কিছুটা ইতিবাচক খবর হচ্ছে, মোশাররফের ব্রেন টিউমারটা আছে প্রাথমিক পর্যায়ে। তাঁর আশা, সফল অস্ত্রোপচার হলে সুস্থ হয়ে উঠবেন দ্রুতই।

বললেন, অস্ত্রোপচার করতে হবে। দেরি করা যাবে না। দেশের বাইরে করাতে চাই। ভিসাপ্রক্রিয়া শুরু করে দিয়েছি। দুই-তিন লাগবে। ভিসা হলেই চলে যাব। এটা প্রাথমিক পর্যায়ে আছে, এটি একটু আত্মবিশ্বাস জোগাচ্ছে। খবরটা শুনে পরিবারের সবাই ধাক্কা খেয়েছিল। এখন একটু সাহস পাচ্ছে।

 

মোশাররফকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন তাঁর সতীর্থরাও। যেন ভেঙে না পড়েন, সাকিব আল হাসান থেকে শুরু করে জাতীয় দল কিংবা জাতীয় দলের বাইরের সতীর্থরা নানাভাবে তাঁকে সাহস দিচ্ছেন। যেহেতু জটিল অস্ত্রোপচার, বড় অঙ্কের টাকাও লাগবে। মোশাররফ অবশ্য এখনই বলতে পারছেন না ঠিক কত টাকা ব্যয় হতে পারে।

জানালেন, ৩০-৪০ লাখ টাকার মতো হয়তো লাগবে। আবার যেতে হবে ৩ মাস পরে। বায়োপসি যদি খারাপ আসে তখন খরচ বেড়ে যাবে।

 

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড - বিসিবিকে অসুস্থতার কথা জানাবেন মোশাররফ। যদিও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ মোশাররফকে ফোন দিয়েছিলেন দুশ্চিন্তা না করতে। সবার ভালোবাসা আর সমর্থন পেয়ে একটু যেন আবেগাপ্লুতই হয়ে পড়ছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

বললেন, বিসিবিকে এখনো জানাইনি। আমি নিজেই জানতে পেরেছি পরশু। কাল বিসিবিতে যাব। সবাই বলছে, চিন্তা না করতে। আমাকে যেভাবে মানসিকভাবে সমর্থন জোগাচ্ছে, এটা আত্মবিশ্বাসী করছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর