ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৭৭৫

ভরা মজলিসে বিয়ে নিয়ে যা বললেন আলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৪ ২১ ফেব্রুয়ারি ২০২০  

আলিয়া ভাট সাংবাদিকদের সামনে যাওয়া মানেই বিয়ে নিয়ে প্রশ্ন। এখন পর্যন্ত হাজারেরও বেশি বার তাকে শুনতে হয়েছে রণবীর কাপুরের সঙ্গে আপনার বিয়ে কবে? মুখ ফুটে তিনি না বললেও নানা ধরনের খবর ঠিকই বের হয়। এবার একেবারে ভরা মজলিসে বিয়ে নিয়ে বললেন এ অভিনেত্রী।


সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে আলিয়া ভাট জানান, তিন সপ্তাহ পরপর তার সঙ্গে রণবীরের বিয়ের গুঞ্জন শুরু হয়। ওই গুঞ্জন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে বলে তার মনে হতে শুরু করে। কোনো বার তার অন্যথা হয় না। অর্থাত্ এই মুহূর্তে রণবীরের সঙ্গে যে তার বিয়ের কোনো সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দেন মহেশ ভাটের মেয়ে।

রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে।

শোনা যায়, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমার শুটিংয়ের সেট থেকেই নাকি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্কের সূত্রপাত।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর