ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫০৩

ভারতে আর পাবজি গেম খেলা যাবে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ৩০ অক্টোবর ২০২০  

৩০ অক্টোবর থেক ভারতে  মোবাইলে খেলা যাবে না পাবজি গেম। বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে এই ঘোষণা করে কোম্পানিটি। ২ সেপ্টেম্বর প্রায় ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এসব অ্যাপের মধ্যে ছিল বহু জনপ্রিয় অনলাইন গেম পাবজি। এরপর গুগল প্লে স্টোরে আর অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছিল পাবজি মোবাইলকে।

 

অ্যাপ নিষিদ্ধ করার পর কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ১১৮টি মোবাইল অ্যাপ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং গণশৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর'। লাদাখে চীনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার পরই এই পদক্ষেপ নেয় ভারত৷ দেশটিতে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ পাবজি ব্যবহারকারী ছিল৷ নিষিদ্ধ করা হলেও এখন পর্যন্ত যাদের ফোনে আগে থেকে গেমটি ছিল তারা এতদিন এটি খেলতে পারছিলেন। কিন্তু আর নয়।

 

কিছুদিন আগে পাবজি কর্পোরেশন অফিসিয়াল লিংকডইন প্রোফাইলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ভারতে পাবজি ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা আরো বেড়েছে। সেই পোস্টে লেখা ছিল, ভারতীয় অঞ্চলের কর্পোরেট ডেভেলপমেন্ট ডিভিশন ম্যানেজার পোস্টে লোক নেয়া হচ্ছে। ডিভিশন ম্যানেজার, দেশটিতে সংস্থার প্রতিনিধি হিসেবে কাজ পরিচালনা করবেন এবং হেড কোয়ার্টারে সব খবরাখবর পাঠানোর জন্য দায়বদ্ধ থাকবেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর