ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৮১৫

ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪১ ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। গেল বৃহস্পতিবার দুবাইয়ে শুরু হয় পিএসএলের চতুর্থ আসর।

সম্প্রচার বন্ধ করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ পিএসএলের সব তথ্যও মুছে ফেলেছে। সেই সঙ্গে ভারতীয় সব ওয়েবসাইটও পিএসএলের সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছে।

এবার ভারতে পিএসএল সম্প্রচারের দায়িত্ব ছিল ডিস্পোর্টসের। তবে জানা গেছে, ডিস্পোর্টস নিজে থেকেই এই টি-টোয়েন্টি লিগ দেখানো থেকে সরে দাঁড়িয়েছে।

শনিবার রাত থেকে পিএসএলের খেলা সম্প্রচার বন্ধ আছে ভারতে। পিএসএল সম্প্রচার বন্ধ করে আফগান প্রিমিয়ার লিগ সম্প্রচার শুরু করে দেশটির বিভিন্ন চ্যানেল। কিছুক্ষণ বাদেই পিএসএল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ডি স্পোর্টস।

এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলে মর্যাদাপূর্ণ ভারতীয় ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই) এছাড়া দেশের বিভিন্ন স্থানে থাকা পাকিস্তানের বিভিন্ন খেলোয়াড়দের ছবিও নামিয়ে ফেলেছে প্রতিবেশি দেশটি।

পুলওয়ামায় জঙ্গি হামলার পরই পাকিস্তানের ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠন জইশ--মহম্মদ ঘটনায় দায় স্বীকার করে। এরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরই এই জঙ্গি সংগঠনের উৎপত্তি হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর