ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৫৯৭

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৩ ১৪ মার্চ ২০১৯  

জয় পেলেই সেমিফাইনালে। এমন সমীকরণ নিয়ে ভুটানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ২-০ গোলে জিতেই পঞ্চম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

বৃহস্পতিবার নেপালের বিরাটনগর শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমার্ধে চিরচেনা ছন্দে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। গুছিয়ে উঠতেই এ অর্ধ চলে গেছে। ধীরে ধীরে জেগে ওঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে শুরুতে। ৪৭ মিনিটে মনিকা চাকমার কর্নারে গোলমুখে জটলা তৈরি হয়। এর মধ্যে বল পেয়ে যান মিশরাত জাহান মৌসুমী। দুর্দান্ত প্লেসিংয়ে নিশানাভেদ করেন তিনি।

এগিয়ে গিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখায় বাংলার মেয়েদের। একের পর এক আক্রমণ করতে থাকেন তারা। ফলে ব্যবধান্ও বাড়ে। ৮৬ মিনিটে শামসুন্নাহারের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন সাবিনা। অধিনায়কের পর আর প্রতিপক্ষের পোস্ট খুঁজে পাননি সফরকারীরা।

গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে স্বাগতিকদের বিপক্ষে জিততেই হবে সাবিনা-মারিয়াদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর