ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৪২৩

ভেঙে গেল রাজ-পরীর সংসার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ২০ সেপ্টেম্বর ২০২৩  

ভেঙে গেল রাজ-পরীর সংসার। এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি।

 

তালাকের কপি ইতিমধ্যে গণমাধ্যমের কাছে এসেছে পৌছেঁছে। বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল এই দম্পতির সংসারে। এবার জানা গেল রাজকে ডিভোর্স নোটিশ পাটিয়েছে পরীমণি।

 

২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। শোবিজ অঙ্গনের কয়েকজনসহ দুই পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন রাজ-পরীর বিয়েতে।

 

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমণি ও শরিফুল রাজ। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। যার নাম শাহীম মোহাম্মদ পদ্ম। কিন্তু বছর গড়াতেই বিচ্ছেদের সুর বেজে ওঠে এই দম্পতির সংসারে।

 

একাধিকবার বিচ্ছেদের কথা শোনা গেলেও পরে বার বার তাদের মিল হতেও দেখা যায়। তবে অবশেষে বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হলো।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর