ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৭১

মাশরাফিকে নিতে চায় খুলনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৭ ৩ ডিসেম্বর ২০২০  

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাকি ম্যাচগুলোর জন্য মাশরাফি বিন মুর্তজাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা। বৃহস্পতিবার দলটির ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

 

বাংলাদেশ জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গেল মার্চে। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে অন্য অনেক ক্রিকেটারের মতো তিনিও নিলাম থেকে নিজেকে বিরত রাখেন। পরে বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পর্ব এবং ওয়ানডে প্রেসিডেন্ট কাপ শুরু হলেও তাতে অংশ নেননি ম্যাশ।

 

ফিটনেস নেই, কারণ দেখিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটেও ছিলেন না মাশরাফি। তবে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি। মিরপুরের সবুজ গালিচায় দেখা গেছে তাকে। ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করছেন নড়াইল এক্সপ্রেস।

 

সাংবাদিকদের নাফিস বলেন, মাশরাফি এমন একটি নাম, এমন একজন প্লেয়ার, তাকে যে কেউই দলে নিতে চাইবে। আমরাও তার প্রতি আগ্রহ দেখিয়েছি। তবে এখন দেখতে হবে তাকে পাওয়ার সম্ভাব্যতা কতটুকু। ওর কি অবস্থা জানতে হবে,  ফিট আছে কি না বুঝতে হবে।

 

তিনি বলেন, এছাড়া বোর্ডের একটা নীতিমালা আছে। মাশরাফি অন্তর্ভুক্ত হলে কিভাবে তাকে দলে নেয়া হবে, সেখানে বিস্তারিত তা বলা আছে। কারণ তার নাম ড্রাফটে ছিল না। একাধিক দল যদি আগ্রহ দেখায়, সেক্ষেত্রে বোর্ডের নীতিমালা মানতে হবে। সর্বোপরি, সিদ্ধান্তটা নেবে বিসিবি। আমরা কেবল আমদের আগ্রহের কথাটা জানিয়েছি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর