ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
১০০

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা জানালেন জায়েদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৩ ১০ সেপ্টেম্বর ২০২৫  

বছরখানেক ধরে আমেরিকায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দেশে ফেরেননি তিনি। সম্প্রতি মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানকে নিয়ে সেখানে থাকছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন শহরে। 

 

এরই মধ্যে আবারও আলোচনায় এসেছে জায়েদ-মাহির প্রেমের গুঞ্জন। ঢালিউডে একসময়ে কান পাতলেই শোনা যেত তাদের প্রেমের খবর। তবে হঠাৎ করে দুজনকে জড়িয়ে সেই আলোচনা থেমে যায়। এরপর বিয়ে করে সংসার জীবনে থিতু হন মাহি। কিন্তু সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

 

সম্প্রতি মাহি-জায়েদকে সুদূর আমেরিকায় দেখা গেছে। এক ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দেন তারা। এরপরই শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরোনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?

 

বছরখানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন মাহি। জায়েদও বহুদিন ধরে সেখানেই। ফলে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদের শিরোনামও হচ্ছে নিয়মিত। এ নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।

 

 

জায়েদ বলেন, এক ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। সে কেবলই আমার সহকর্মী। 

 

প্রসঙ্গত, গেল বছর জুলাইয়ে নিউইয়র্কে যান জায়েদ। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত-সমালোচিত অভিনেতা। সুদূর পরবাসে বিভিন্ন আয়োজনে পারফর্মও করছেন তিনি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় এক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন জায়েদ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর