ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৩৩

মিরপুরে আড়াই বছরের খরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ১৯ ডিসেম্বর ২০১৮  

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

তবে আড়াই বছর হয়ে গেল মিরপুরে টি-টোয়েন্টি ফরম্যাটে জয় পায় না বাংলাদেশ।

এখানে সর্বশেষ টাইগাররা জয় পেয়েছিল ২০১৬ সালের ২ মার্চ।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ অপরাজিত ৫৮ ও শোয়েব মালিক ৪১ রান করেন। বাংলাদেশের আল-আমিন ২৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৫ বল বাকি রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচ জয়ে ব্যাট হাতে অবদান রাখেন সৌম্য সরকার। ৪৮ বলে ৪৮ রান করেন তিনি।

এরপর এ ভেন্যুতে সংক্ষিপ্ত ভার্সনে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। সব ম্যাচই হারে টাইগাররা।

ভারতের কাছে যথাক্রম ৯ ও ৮ উইকেটে, পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারে তারা।

এ ভেন্যুতে টি-টোয়েন্টি ভার্সনে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর