ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪২১

ম্যারাডোনার মৃতদেহ চুরির পাঁয়তারা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৩ ১ ডিসেম্বর ২০২০  

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃতদেহ চুরির শঙ্কায় পুলিশি পাহারা বসিয়েছে আর্জেন্টিনা সরকার।

 

দেশটির বুয়েন্স আয়ার্সের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় মা-বাবার পাশে শায়িত হন ম্যারাডোনা। সেখানেই তার মরদেহ ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন ২০০ সশস্ত্র পুলিশ। 

 

কর্তৃপক্ষের আশঙ্কা, প্রিয় তারকার দেহ মমি করে রাখতে চুরি করতে সমাধি ভেঙে ফেলতে পারেন ভক্তরা। তাই এক সপ্তাহ সার্বক্ষণিক নজরদারিতে থাকবে তার সমাধিস্থল।

 

গত ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। কিংবদন্তি ফুটবলারের শেষ যাত্রায় চোখের জলে শোক প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টাইনদের। কিছু উগ্র সমর্থক সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ান।

 

ম্যারাডোনার দেহ চুরির শঙ্কাটা অমূলক নয়। ১৯৮৭ সালে সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার মৃতদেহ চুরি করে নিয়ে গিয়েছিলেন কিছু অন্ধ ভক্ত। 

 

তিনি ছিলেন দেশটিতে তুমুল জনপ্রিয় প্রেসিডেন্ট। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন সবাই। পরে পেরনের দেহ চুরি করে নিয়ে যান কোনো এক অন্ধ ভক্ত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর