ঢাকা, ০৯ নভেম্বর রোববার, ২০২৫ || ২৪ কার্তিক ১৪৩২
good-food
৬৩২

যে কারণে আসিফকে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন শোয়েব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৮ ৮ জানুয়ারি ২০২১  

২০০৭ সালে একটি ঘটনাকে কেন্দ্র করে সতীর্থ পেস তারকা মোহাম্মাদ আসিফকে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

 

খেলার মাঠে দুর্দান্ত ছিলেন শোয়েব। দুরন্ত গতি দিয়ে কুপোকাত করতেন ব্যাটসম্যানদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাজিমাত করছেন তিনি। ইউটিউবে নিয়মিত নানা ইস্যু নিয়ে কথা বলেন সর্বকালের দ্রুতগতির পেসার। 

 

টুইটারে প্রায়ই সরাসরি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন শোয়েব। সম্প্রতি এক সেশনে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, কেন আসিফকে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন আপনি? জবাবে তিনি বলেন, এক খেলোয়াড়ের (সম্ভবত শহীদ আফ্রিদি) সঙ্গে তার ব্যক্তিগত বিষয়ে ঝামেলা চলাকালীন তাকে নিয়ে হেসেছিল আসিফ।

 

২০১১ সালে আত্মজীবনীমূলক বই ‘কন্ট্রোভার্শিয়ালি ইওরস’ লেখেন শোয়েব। তাতেও সেই ঘটনার উল্লেখ করেন তিনি। বলেন, আফ্রিদি যখন তাকে নিয়ে বিদ্রুপ করছিলেন, তখন বাথরুম থেকে হাসছিল আসিফ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর