ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৬৭

রংপুরকে সম্মানজনক অবস্থায় নিয়ে গেলেন বোপারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৮ ৫ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা হিসেবেই জানা হত। সবাইতো এরকমটাই জানতো এবং বলতো। কিন্তু বিপিএলের প্রথম ম্যাচ অন্যকথা বলছে। শুরুতে যা দেখার তা আর দেখা গেল কোথায়! আজ প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে রংপুর রাইডার্স। খেলার অর্ধেক পর্যায়ে মাত্র ৩৭ রানে আউট হয়েছিলেন দলের অর্ধেকের বেশি ব্যাটসম্যান। যা সংখ্যায় ৭। 

ক্রিস গেইলের অনুপস্থিতিতে রংপুরের হয়ে ওপেন করতে নেমেছিলেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস। দ্বিতীয় ওভারেই ৪ রান তুলতে ২ উইকেট হারায় রংপুর। হেলস ও মোহাম্মদ মিঠুনকে তুলে নেন চিটাগংয়ের পেসার রবি ফ্রাইলিঙ্ক। দুজনেই কোনো রান করার সুযোগ পান নি। পরের ওভারে আবু জায়েদ রাইলি রুশোকে তুলে নিলে ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মাশরাফি বিন মুর্তজার দল। অন্য প্রান্তে মেহেদী মারুফও টিকতে পারেননি। ফ্লিক করতে গিয়ে উইকেট দিয়েছেন সেই ফ্রাইলিঙ্ককেই।

সপ্তম ওভারে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে তুলে নেন স্পিনার নাঈম হাসান। ইনিংসের প্রথম ২০ বলের মধ্যে ৪ উইকেট হারানোর পর হাওয়েলের ফিরে যাওয়ায় সংকট গভীর হয়েছে রংপুরের। ফরহাদ রেজা ও রবি বোপারা মিলে দলের ইনিংস মেরামতের চেষ্টা করতে না করতেই সেটাও ভেঙ্গে পরেছে। ৩৭ রানে দল প্রধান মাশরাফি আউট হলে শঙ্কা জাগে দল বুঝি ৫০ আগেই শেষ হয়ে যাবে।

তবে অন্যদিকে থাকা রবি বোপারা দলকে টেনে তুলে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন। চট্টগ্রামকে ৯৯ রান টার্গেট দিয়েছে রংপুর। যার ভিতর বোপারার কৃতিত্ব ৪৪ রানের। আর তাকে যোগ্য সঙ্গ দেওয়া সোহাগ গাজী করেছেন ১৭ রান।  

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর