ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৬১

রনবীরের ‘প্রতিবেশি’ হতে ফ্ল্যাট কিনলেন আলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১২ ২৯ নভেম্বর ২০২০  

মুম্বাইয়ের বান্দ্রায় পলি হিলে ফ্ল্যাট কিনলেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। নগদ ৩২ কোটি রুপি দিয়ে সেটি কিনেছেন তিনি। যার আয়তন প্রায় ২৪৬০ বর্গ ফুট।

 

বিনোদনভিত্তিক নিউজ পোর্টাল পিঙ্কভিলা জানিয়েছে, বাস্তু পলি হিল ভবনে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া। সেখানেই রয়েছে তার ‘প্রেমিক’ বলি হার্টথ্রব রনবীর কাপুরের ফ্ল্যাট। 

 

সমালোচকরা বলছেন, রনবীরের ‘সঙ্গী’ হতেই ওই ভবনে ফ্ল্যাট কিনেছেন আলিয়া। ইতোমধ্যে প্রতিবেশি হয়ে গেছেন তারা।

 

সূত্র জানায়, আলিয়ার নতুন ফ্ল্যাটের অন্দরের সাজসজ্জা করবেন বিখ্যাত ডিজাইনার ও বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী গৌরি খান।

 

এখন বোন শাহিন ভাটের সঙ্গে জুহুর ফ্ল্যাটে বসবাস করছেন আলিয়া। সম্প্রতি এটি ১৩ কোটি রুপিতে কেনেন তিনি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর