ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১০৯৬

রমজানে ইন্দোনেশিয়ায় ১৮ হাজার মদের বোতল ধ্বংস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ২৭ মে ২০১৯  

ইন্দোনেশিয়ার রাজধানীতে সোমবার প্রায় ১৮ হাজার মদের বোতল ধ্বংস করা হয়েছে। মুসলিম প্রধান দেশটিতে পুলিশ পবিত্র রমজানে মাসে মদ পান না করার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে।
ইন্দোনেশিয়ার ২৬ কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলমান। রমজানে তাদের সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার, ধূমপান যৌন সম্ভোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পুলিশ রাজধানী জাকার্তায় গত কয়েক মাস অভিযান চালিয়ে কয়েক হাজার মদের বোতল উদ্ধার করে।
জাকার্তার গভর্নর আনিস বাসওয়েদান বাসিন্দাদের কাছে অবৈধ মদ না রাখার আহ্বান জানিয়েছেন।
নগরীর জাতীয় স্মৃতিসৌধে মাদক ধ্বংসের অনুষ্ঠানে তিনি বলেন, মুসলিমদের মদ্যপান কমানো উচিত।

আনিস বলেন, মানুষ যদি মদ খাওয়া অব্যাহত রাখে। তবে এর সরবরাহ কমিয়েও কোনো লাভ নেই।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর