ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১২২৪

রমজানে গাজাবাসীকে ১৫ লাখ ডলার দিলেন রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০১ ১৮ মে ২০১৯  

পর্তুগিজের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সংকটাপন্ন লোকজনকে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন।

গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে এমন আশাতেই জুভেন্টাস তারকা রোনালদো এ অনুদান দেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, ফুটবল জগতের খ্যাতিমান এ তারকা বেশ কয়েকবার ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইরানের গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে বলেছে, ২০১২ সালে রোনালদো তার গোল্ডেন বুট নিলামে তুলে তহবিল সংগ্রহ করেছিলেন এবং সেই অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করেছিলেন। এ ছাড়া ২০১৩ সালে পর্তুগাল ও ইসরাইলের মধ্যকার এক ফুটবল ম্যাচ শেষে জার্সি বদলের জন্য ইসরাইলি খেলোয়াড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রোনালদো। 

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে ইসরাইল। এর ফলে সেখানকার জনগণ মানবেতর জীবনযাপন করছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর