ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৭৩১

রাজশাহীকে ৭৬ রানে হারাল সিলেট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ২৫ জানুয়ারি ২০১৯  

অবশেষে জয়ের মুখ দেখল সিলেট সিক্সার্স। বিপিএল চট্টগাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।

কিংসদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ফজলে মাহমুদ। ৪১ বল মোবেলায় বাউন্ডারি ওভার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করে মোহাম্মদ নওয়াজের বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার লরি ইভান্স মমিনুল হক। টুর্নামেন্টে এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান ইভান্স ১ রান করে ফেরেন। মাহমুদ আউট হওয়ার পর রায়ান টেন ডেসকাট (১২) জাকির হাসান (১৬) ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় মিরাজ বাহিনী। ব্যাট হাতে অপরাজিত ২৩ রান এবং বল হাতে উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সিলেটের সোহেল তানভির। দলের আরেক পাকিস্তানি নওয়াজ ৩টি এবং অলক কাপালি নেন উইকেট। সমান ৯টি করে ম্যাচ খেলে সিলেট ৩টি রাজশাহী ৪টিতে জয়ী হয়েছে।

এর আগে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নেমে মারমুখি ছিলেন সিলেটের দুই ওপেনার লিটন দাস সাব্বির রহমান। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ২০ এবং ব্যক্তিগত রানে আরাফাত সানির শিকার হন সাব্বির। কিছুক্ষণ পর দলীয় ২৮ রানে ফিরে যান অপর ওপেনার লিটন। মোস্তাফিজুর রহমানের শিকার হওযার আগে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ১৩ বলে ২৪ রান করেন লিটন।

তবে দলের রানের চাকা সচল রাখেন জেসন রয়। ২৮ বল মোকাবেলায় বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ৪২ রান করে সেক্কুগে প্রসন্নর শিকার হন তিনি। এরপরও রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন নিকোলাস পুরান। ১৮ বলে ১৯ রান করা পুরান কামরুল ইসলাম রাব্বির শিকার হলে ১১৯ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট। পুরানের পর স্টাম্পিংয়ের শিকার হন ২৮ রান করা আফিফ হোসেন।

বলে ১১ রান করা মোহাম্মদ নওয়াজ মোস্তাফিজের দ্বিতীয় শিকার হলে ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় সিলেট। এরপর অধিনায়ক অলোক কাপালি সোহেল তানভির দেখে-শুনে রান বাড়াতে নজর দেন। জুটি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন। তানভির ১০ বলে ২৩ এবং অলোক ১৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ নেন উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর