ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৬৩

রাজস্থানকে পরাজিত করে শেষ চারে কলকাতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৬ ২ নভেম্বর ২০২০  

জিতলে প্লে অফে খেলার সুযোগ, হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে আইপিএলে রাজস্থান রয়েলসকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স।  একইসঙ্গে এবারের আসর থেকে  স্টিভেন স্মিথের দলকে বিদায় নিতে হলো।

রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে  রাজস্থান  প্রথমে কেকেআরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। কেকেআর নির্দিষ্ট ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানে যায় রাজস্থান। ফলে ৬০ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই রবিন উথাপ্পার উইকেট হারায় ১৯ রানে, ব্যক্তিগত ৬ রানের মাথায়। বেন স্টোকস ১১ বলে করেন ১৮ রান। স্মিথ ৪, স্যামসন ১, বাটলার করেন ২২ বলে সর্বোচ্চ ৩৫ রান। রাহুল তেওয়াতিয়া ২৭ বলে করেন ৩১ রান। শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানে তুলে রাজস্থান।


এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে সানরাইজার্স হায়দরাবাদকে নিচে নামিয়ে চারে উঠল কলকাতা। আর এই হারের পর আইপিএলের ১৩তম আসর থেকে রাজস্থান রয়ালসকে বিদায় নিতে হলো।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর