ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৮৮

রিয়াল দুর্বল দল পেলেও বার্সার সামনে কঠিন প্রতিপক্ষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৬ ১৯ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কোপা ডেল'রের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ দুর্বল দল পেলেও বার্সার সামনে কঠিন প্রতিপক্ষ।  এবছরের স্প্যানিশ কাপের শেষ আটের লড়াইয়ে নামছে আটটি দল। কোন দল কার প্রতিপক্ষ তা নির্ধারণ করা হয়েছে।

এই দিক থেকে ‌রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের প্রতিপক্ষ হিসেবে খেলবে অপেক্ষাকৃত দুর্বল দল  জিরোনা। তবে বার্সেলোনার জন্য কাজটা একটু কঠিনই হবে। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে গতবার ফাইনাল খেলা সেভিয়াকে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

 

২০১৮ সালের ফাইনালে সেভিয়াকে অবশ্য ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল টানা চার বছরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

 

এদিকে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অপরদিকে তাদের প্রতিপক্ষ জিরোনা, আতলেতিকো মাদ্রিদকে টপকে শেষ আটে উঠেছে।

 

কোপা দেল রেতে, কোয়ার্টার-ফাইনালের অন‍্য দুটি ম‍্যাচ অনুষ্ঠিত হবে ভালেন্সিয়া বনাম গেতাফে এবং এস্পানিওল খেলবে রিয়াল বেতিস এর সাথে।  
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর