ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৭২৭

রিয়াল মাদ্রিদে এসে স্বপ্ন পূরণ দিয়াজের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৫ ৯ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে দারুণ খুশি স্পেনের তরুণ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। ‘বিশ্বের সেরা ক্লাবের’ হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড। 

১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে সাড়ে ছয় বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা রোববার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায় রিয়াল মাদ্রিদ। স্প‍্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিয়াজকে কিনতে দেড় কোটি ইউরো গুনতে হয়েছে স্পেনের সবচেয়ে সফলতম এই ক্লাবটিকে।
দিয়াজ তার ১৪ বছর বয়সে ২০১৩ সালে মালাগা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষে ১৭ বছর ৪৯ দিন বয়সে ইংলিশ ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। স্পেনের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে খেলা দিয়াজকে সিটির পক্ষ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।
তবে রিয়ালে যোগ দিতে আগ্রহী দিয়াজকে ধরে রাখতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সোমবার রিয়াল মাদ্রিদে তার স্বাস্থ্য পরীক্ষার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। দিয়াজ এ প্রসঙ্গে বলেন যে,“ রিয়ালের হয়ে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি, আমার জন‍্য এটি একটি অনন্য এবং বিশেষ মুহূর্ত। আমি   মূল একাদশে খেলতে প্রস্তুত কিন্তু কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
“মাদ্রিদের সব খেলোয়াড়ই দুর্দান্ত। আমি এখানে সফল হতে এবং দলে অবদান রাখতে চাই। মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।” 

সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির প্রতি কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি দিয়াজ। তিনি বলেন,“আমি সিটির কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কিন্তু এখন আমি বিশ্বের সেরা ক্লাবে আছি। আর আমি এখানে নতুন করে শুরু করতে চাই। একজন খেলোয়াড় হিসেবে, আমার মূল্যায়ন অন্যরাই করবে। এটা খুব আনন্দের একটা মুহূর্ত। আর আমি আমার দারুণ স্বপ্নটা পূরণ করেছি।”

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর