ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৩৪৯

লটারিতে মাশরাফিকে জিতলো খুলনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪১ ৬ ডিসেম্বর ২০২০  

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে লটারিতে মাশরাফি বিন মর্তুজাকে দলে পেয়েছে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনা। করোনা ও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হওয়ার পর টুর্নামেন্টে খেলতে প্রস্তুতি শুরু করেছেন তিনি। 

 

তাই তাকে দলে নিতে আগ্রহী ছিল চার দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। শুধু ম্যাশকে নিতে আগ্রহ দেখায়নি টুর্নামেন্টের আরেক ও পঞ্চম দল গাজী গ্রুপ চট্টগ্রাম।

 

বোর্ডের নিয়মানুযায়ী একজন খেলোয়াড়কে নিয়ে একাধিক দল আগ্রহ প্রকাশ করলে লটারি করার সিদ্বান্ত নেয় বিসিবি। এজন্য রোববার বিকেল ৫টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লটারির আয়োজন করে। লটারি শেষে মাশরাফিকে দলে পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান। তাকে জিতে নেয়ায় খুলনার দল এখন তিন পাণ্ডবে পরিণত হয়েছে। কারণ, দলে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে এদিন সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দেন মাশরাফি। ফিটনেস পরীক্ষায় পাশও করেন তিনি। এ ব্যাপারে নড়াইল এক্সপ্রেস বলেন, বিসিবি আয়োজিত ফিটনেস পরীক্ষা দিয়েছি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে আমি কোভিড -১৯ পরীক্ষার জন্য একটি নমুনাও দিয়েছি। সোমবার করোনার ফলাফল পাওয়া যাবে।

 

মাশরাফির ফিটনেস পরীক্ষা সম্পর্কে বিসিবি প্রশিক্ষক তুষার কান্তি হাওলাদার বলেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ফিটনেস পরীক্ষা নেয়া হয়েছে। তিনি উত্তীর্ণ হয়েছেন। এখন টুর্নামেন্টে খেলতে তার কোনও বাধা নেই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর