ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food

লাখ লাখ মানুষের সমাবেশে ঝড় তোলা বিজয়ের নামে মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৮ ২৭ আগস্ট ২০২৫  

সাম্প্রতিক এক সমাবেশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। কিন্তু রাজনীতির প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়াল তার।

 

রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি।  

 

গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দেন বিজয়। তাকে দেখতে ভিড় জমান লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র‍্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‍্যাম্প থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।  

 

এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎ কুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়াও আরও ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

 

 

মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা। এটা তার স্বভাবেরই প্রতিফলন। যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি ওর কোনো শ্রদ্ধা নেই।

 

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর