ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
২৯৩

লিটন-মোস্তাফিজদের হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ১৮ ডিসেম্বর ২০২০  

খুব বড় স্কোর গড়তে পারেনি জেমকন খুলনা। তবে ফাইনাল বিবেচনায় মাহমুদউল্লাহদের ১৫৫ রানকে হেয় করে দেখার উপায় ছিল না। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই রান তাড়া করতে নেমেই ৫ রানে হেরেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

 

খুলনার দেয়া টার্গেট ছাড়াতে নেমে ভালো শুরুর আভাস দেয় চট্টগ্রাম। কিন্তু দলীয় ২৬ রানে ব্যক্তিগত ১২ করে সৌম্য সরকার ফিরলে চাপে পড়ে তারা। এর মধ্যে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিরে যান ৭ রান করে। ফলে লিটন দাসের কাঁধে চাপ বাড়ে। সেটা সামলাতে গিয়ে ২৩ রানের বেশি করতে পারেননি তিনি। 

 

সঙ্গ দেয়ার জন্য ইনফর্ম সৈকত আলী থাকলেও সুযোগটা নিতে পারেননি লিটন। এতে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম। এখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শামসুর রহমান। আশা দেখান তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ২৩ রান করে পেসার মাহমুদ হাসানের বলে সাজঘরে ফেরেন শামসূর।

 

তবে একদিকে অবিচল থাকেন সৈকত আলী। তিনি খেলেন ৪৫ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস। কিন্তু তাতেও কাজ হয়নি। ঘরোয়া ক্রিকেটে ফিনিসার রোল প্লে করা মোসাদ্দেক হোসেনও ভালো কিছু করতে পারেননি। শেষ ওভারে ফিরে যান ১৯ রান করে।

 

জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৭ রান দরকার ছিল চট্টগ্রামের। ১৭তম ওভারে মাত্র ৭ রান দেন পেসার আল আমিন হোসেন। পরের ওভারে ১১ রান দেন পেসার শহিদুল ইসলাম। শেষ দুই ওভারে ২৯ রানের লক্ষ্য দাঁড়ায় সৈকতদের সামনে। তরুণ পেসার মাহমুদ হাসানের করা ১৯তম ওভার থেকে তারা নিতে পারেন ১৩ রান।

 

ফলে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। কিন্তু ওই রান তাড়া করে তুলতে পারেনি মোসাদ্দেক-সৈকত। বরং শহিদুলের করা ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আউট হয়ে ফেরেন দু'জনই। শেষ বলে নাহিদুল ছক্কা হাঁকালে হারের ব্যবধান কমে চট্টগ্রামের।

 

এর আগে মাহমুদউল্লাহর ৪৮ বলে ৭০ রানের দারুণ ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। জাকির হোসেন ২৫, আরিফুল হক ২১ এবং শুভাগত হোম চৌধুরী ১৫ করে দলের রান সংগ্রহে অবদান রাখেন। ফাইনালে চট্টগ্রামের হয়ে শরিফুল ও নাহিদুল নেন দুটি করে উইকেট। 

 

একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। খুলনার শহিদুল দুটি এবং আল আমিন, মাহমুদুল হাসান ও শুভাগত হোম ঝুলিতে ভরেন একটি করে উইকেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর