ঢাকা, ২৪ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food

লোডশেডিংয়ে ‘প্রোপোজ’ মিস শ্রীদেবীকে, অপূর্ণ রজনীকান্তের প্রেম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৭ ২৪ অক্টোবর ২০২৫  

বলিউডের একটা সময় ছিল শ্রীদেবী মানেই সফল ছবি। তাইতো অনেকে তাকে ইন্ডাস্ট্রির প্রথম ‘নারী সুপারস্টার’ তকমা দিয়েছিলেন।লাস্যময়ী এই অভিনেত্রী হিন্দি ছাড়াও ভারতের অন্যান্য ভাষার মুভি ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক থ্রিলার ‘মুন্দ্রু মুদিচু’ ছবিতে তিনি তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। 

 

ওই ছবিতে শ্রীদেবী রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেন। ছবিটির পরিচালক ছিলেন দক্ষিণী পরিচালক বালাচন্দ্র। ‘মুন্দ্রু মুদিচু’ ছবিতে অভিনয় করার সময় শ্রীদেবীর বয়স ছিল ১৩ বছর। ওই সময় বয়সে ছোট সহশিল্পীকে পছন্দ করে ফেলন রজনীকান্ত। এরপর মোট ১৯ ছবিতে কাজ করেছেন তারা।

রজনীকান্ত-শ্রীদেবীর মধ্যে শুধু কাজের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে মন দেওয়া-নেওয়াও চলে। একটা সময় রজনীকান্ত অভিনেত্রীর পরিবারে কাছের মানুষ হয়ে ওঠেন।

শ্রীদেবীর বয়স যখন ১৬ বছর তখন রজনীকান্ত বিয়ের প্রস্তাব নিয়ে যান তার বাড়িতে।

 

সম্পর্ক নিয়ে রজনীকান্ত-শ্রীদেবী কখনো প্রকাশ্যে কিছু না বললেও পুরনো এক সাক্ষাৎকারে পরিচালক বালাচন্দ্র দাবি করেন, শ্রীদেবীর বয়স তখন ১৬ বছর। রজনীকান্ত বিয়ের প্রস্তাব নিয়ে যান শ্রীদেবীর বাড়িতে।

 

বালাচন্দ্রের দাবি, শ্রীদেবীকে ওইদিন বিয়ের প্রস্তাব দেবেন বলে ঠিক করেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর করতে পারেননি তামিল সুপারস্টার। কী কারণে প্রস্তাব দিতে পারেননি? 

 

যখন বিয়ের প্রস্তাবের প্রস্তুতি চলছিল তখন নাকি লোডশেডিং দেখা দেয়। আর এটাকে রজনীকান্ত অশুভ ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছিলেন। তাই আর প্রস্তাব দেননি তিনি।রজনীকান্তের মনে হয়েছিল এই বিয়ে হলে সংসার হয়তো সুখের হবে না। তার মন ভেঙে গেলেও শ্রীদেবীকে কখনও সেই মনের কথা বলতে পারেননি।

১৯৭৮ সালে মুক্তিপাওয়া তামিল চলচ্চিত্র ভানাকাঠুকুরিয়া কাঠালিয়ে-তে অভিনয় করেন রজনীকান্ত ও শ্রীদেবী।

ভক্তরা মনে করেন, শ্রীদেবীও মনে মনে পছন্দ করতেন রজনীকান্তকে। ‘রানা’ সিনেমায় তিন চরিত্রে অভিনয়ের কথা ছিল শ্রীদেবীর। ওই ছবির প্রোডাকশন নিয়ে কাজ করার সময় নাকি অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করে টানা সাতদিন উপবাস করেন শ্রীদেবী।

 

দুবাইয়ের একটি হোটেলে বাথটাবে ডুবে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যু হয়। সেদিন ছিল রজনীকান্তের বিবাহবার্ষিকী। অভিনেত্রীর মৃত্যুর খবর শুনে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান বাদ দিয়ে মুম্বাই যান তিনি।

 

শ্রীদেবী-রজনীকান্তের সম্পর্ক নিয়ে গণমাধ্যম ও ভক্তদের মধ্যে এসব কথা প্রচলিত থাকতে অনেকে এটাকে গুজব বলে থাকেন। কারণ শ্রীদেবী বা রজনীকান্ত কেউই প্রকাশ্যে প্রেমের সম্পর্ক স্বীকার করেননি।

 

লতা রজনীকান্তকে ১৯৮১ সালে বিয়ে করেন রজনীকান্ত। আর শ্রীদেবী ১৯৯৬ সালে বিয়ে করেন বনি কাপূরকে। তবে, রজনীকান্ত একাধিক সাক্ষাৎকারে শ্রীদেবীর অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের নিয়ে সবসময়ই নীরব থেকেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর