ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
২৫০

শাকিবের কোম্পানিতে যুক্ত হলেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ৯ মার্চ ২০২৪  

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের কোম্পানির সঙ্গে যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (৯ মার্চ) এ উপলক্ষে একই মঞ্চে দেখা মিলেছে দেশের দুই আঙিনার দুই মহাতারকার।

 

হোমকেয়ার ব্র্যান্ড 'টাইলক্স' নামে শাকিবের কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়েছে।

 

এ অনুষ্ঠানে শাকিব বলেন, 'আজকে আমাদের জন্য এক বিশেষ দিন। কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেক দূর এগিয়ে যাব। সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চ দেয়ার জন্য নিজেকে উজাড় করে দেন, তেমনি 'টাইলক্স' ব্র্যান্ডের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেবেন।'

 

সাকিব বলেন, 'অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই ‘টাইলক্স’। আমি আশা করি 'টাইলক্স' দেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।'

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর