ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮৫৯

শ্রীলংকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ২৩ এপ্রিল ২০১৯  

শ্রীলংকায় রোববার সকাল থেকে গির্জা, হোটেল ও অন্য স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় মারাত্মকভাবে আহতদের মধ্যে অনেকে রাতে মারা যাওয়ায় এ সংখ্যা বৃদ্ধি পেল।

মঙ্গলবার লংকান পুলিশের মুখপাত্র রুওয়ান গুনাসাকারা এ তথ্য নিশ্চিত করেন। এক বিবৃতিতে তিনি জানান, একের পর এক চালানো এসব হামলায় প্রায় ৫শ জন আহত হন।

তিনি বলেন, এসব হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীলংকা সরকার এসব হামলার জন্য স্থানীয় উগ্রপন্থী মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করছে। সংগঠনটি স্বল্প পরিচিত।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর