ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৮৪

সস্ত্রীক করোনায় আক্রান্ত মুমিনুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১২ ১০ নভেম্বর ২০২০  

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তবে তার শরীরে তেমন কোনও উপসর্গ নেই। 

 

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করোনা পজিটিভ হওয়ার দু’দিন পর আক্রান্ত হলেন তিনি। আক্রান্ত হওয়ায় পিএসএলে প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলতে পারবেন না মাহমুদউল্লাহ।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, কোভিড-১৯ পজিটিভ মুমিনুলের। তার কিছু লক্ষণ রয়েছে, যদিও খুব বেশি নয়।

 

আক্রান্ত হওয়ায় বর্তমানে নিজ বাসায় সেল্ফ-আইসোলেশসে আছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল।
তিনি জানান, এর আগে কিছুটা লক্ষণ থাকায় পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে।

 

তিনি বলেন, গতকালের আগের দিন থেকেই আমার কিছুটা জ্বর ছিল। এছাড়া আমার অন্য কোনও উপসর্গ ছিল না।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুমিনুলের স্ত্রীও। তিনি বলেন, আমরা দু’জনই ঘরে থেকে নিজেদের আলাদা রেখেছি। আমাদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনার জন্য অনুরোধ করছি।

 

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও মাশরাফি বিন মুর্তজা। পরবর্তীতে তারা সবাই সুস্থও হয়েছেন।

 

গেল মাসে অনূর্ধ্ব-১৯ দলের কিছু ক্রিকেটার এবং কোচিং স্টাফরাও করোনায় আক্রান্ত হন।

 

ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ মাসের শেষের দিকে পাঁচটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

 

গেল মাসে শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন মুমিনুল। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ড্রাফটে আছেন তিনি। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় আসন্ন টুর্নামেন্টে তার অংশ নেয়া এখন অনিশ্চিতের মুখে।

 

সরকারি পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত বাংলাদেশে ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর