ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৯২

সাকিব করোনা নেগেটিভ, পজিটিভ মাহমুদউল্লাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ৮ নভেম্বর ২০২০  

সাকিব আল হাসান করোনাভাইরাস নেগেটিভ হয়েছেন। তবে পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে আসন্ন ঘরোয়া টি-টুর্নামেন্টে সাকিবকে দেখার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাহমুদউল্লাহর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

গেল শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকায় পা রাখেন সাকিব। সদ্য আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তিনি। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় এই সাজা ভোগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

 

শনিবার বিকালে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। রাতেই নেগেটিভ ফল পেয়ে যান তিনি। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এজন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। তার ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর।

 

এদিকে, পিএসএলে অংশ নিতে ১০ নভেম্বর পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। মূলত সেই কারণে একইদিনে করোনা পরীক্ষা করান তিনি। কিন্তু ফলাফল পজিটিভ এসেছে।

 

স্পষ্টত, পিএসএলে অংশগ্রহণের সুযোগ নেই সাইলেন্ট কিলারের। এখন তাকে আইসোলেশনে থাকতে হবে। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাহমুদউল্লাহকে ভিড়িয়েছিল মুলতান সুলতান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর