ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৪৬৩

সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেললেন পরীমণি, যেখানে-যেভাবে সমান তারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ১১ অক্টোবর ২০২৩  

বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান এবং চিত্রনায়িকা পরীমণি, দু’জন দুই অঙ্গনের তারকা। তাদের কাজের ক্ষেত্র ভিন্ন হলেও দু’জনই প্রায় সমানে রয়েছেন। চলতি বছরের আগস্টে দেশের তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফলোয়ারদের মধ্যে সর্বাধিক এগিয়ে ছিলেন ক্রিকেটার সাকিব। অভিনেত্রী পরীমণিকে টপকে একধাপ এগিয়ে যান এ তারকা ক্রিকেটার।

 

সাকিব এগিয়ে গেলেও তবে সেই অবস্থায় দীর্ঘদিন টিকে রইল না। পরীমণি অল্প কয়েকদিনেই ক্রিকেটারের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। এখন দু’জনই অবস্থান করছেন তালিকায় একসঙ্গে।

 

সাকিব ফেসবুকে বেশ সক্রিয়। সেখানে ক্রিকেটের খুঁটিনাটি থেকে শুরু করে ব্যক্তিজীবনেরও নানা বিষয় তুলে ধরতে দেখা যায় তাকে। এ কারণে ফেসবুকে সবসময় তাকে চোখে চোখে রাখেন নেটিজেনরা। এতে অবশ্য সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আপডেট থাকতে পারেন সাকিব। তার ফেসবুকে অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়ন, অর্থাৎ এক কোটি ৬০ লাখ।

 

পরীমণিও কম নন। তিনিও ফেসবুকে অনেক সক্রিয়। ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন, যেকোনো ইস্যু ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ব্যক্তিজীবনের দাম্পত্য কলহ কিংবা একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন, সব সুখ-দুঃখ ও কষ্টের কথাই সাবলীলভাবে তুলে ধরেন এই অভিনেত্রী।


এদিকে সাকিবের ফেসবুক অনুসারীর সংখ্যা এক কোটি ৬০ লাখ হলেও বুধবার (১১ অক্টোবর) তার সেই রেকর্ডের ঘরে নিজের নাম লেখান পরীমণি। এ নায়িকার এদিন অনুসারীর সংখ্যা এক কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদিন দু’জনের ফেসবুক পেজ ঘুরে এমনটাই দেখা যায়।

 

বাংলাদেশের পোস্টার বয় সাকিবের ফেসবুক পেজ থেকে ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এদের মধ্যে চার ব্যক্তি হচ্ছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল এবং আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। আর বাকি দুটি হচ্ছে প্রতিষ্ঠান।

 

অন্যদিকে পরীমণির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে একজন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। অর্থাৎ―দুই অঙ্গনের এ দুই তারকাই লিওনেল মেসির অনুসারী।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর