ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২
good-food
৮৯১

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৩ ২০ জানুয়ারি ২০১৯  

সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির নামে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, সাবেক ফুটবলার কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী বলেন, নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান ছিল কায়সার হামিদের। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন।

 

প্রায় আট বছর আগের এই প্রতিষ্ঠানটি এখন বন্ধ হলেও এতে অর্থ লগ্নিকারীদের মামলায় কায়সার হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান এই সিআইডি কর্মকর্তা।

 

তিনি জানান, এই ঘটনায় করা মামলায় তাকে রাজধানীর এলিফেন্ট রোড থেকে রাত সাড়ে ৯ টায় গ্রেপ্তার করা হয়।

 

জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক জনপ্রিয় ফুটবলার কায়সার হামিদ বাংলাদেশে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার।

কায়সার হামিদের মা রানী হামিদ বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু। বাবা প্রয়াত সেনা কর্মকর্তা আবদুল হামিদও ক্রীড়া সংগঠক ছিলেন।

 

গত শতকের ৯০ এর দশকের শুরুতে ফুটবল থেকে বিদায় নেয়ার পর কায়সার হামিদ জাকের পার্টিতে যোগ দিয়েও আলোচনার জন্ম দেন। এই দলটির হয়ে সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকের প্রার্থীও হয়েছিলেন সাবেক এই কৃতী ফুটবলার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর