ঢাকা, ২১ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ৬ কার্তিক ১৪৩২
good-food

সালমান শাহ হত্যা মামলার আসামি খলনায়ক ডন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৮ ২১ অক্টোবর ২০২৫  

প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

 

এর আগে সোমবার প্রয়াত এই নায়কক কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা জানতে সালমান হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত।

 

আলমগীর কুমকুম তার মামলায় সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকসহ ১১জনকে আসামি করেন। এরমধ্যে একজন হলেন চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ডন। এ অভিনেতাকে চার নাম্বার আসামি করা হয়েছে।

অন্যদের মধ্যে আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও লতিফা হক লুসি।

 

সালমান শাহর মামা আলমগীর কুমকুম গণমাধ্যমকে বলেন, ‘‘সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছে অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা ও দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর