ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৬৬১

সালমানের ‘বিগ বস’ বন্ধের দাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১৩ অক্টোবর ২০১৯  

অশ্লীলতার অভিযোগে বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’  বন্ধের দাবি উঠেছে। সরকারের উচ্চপর্যায় থেকে এটি নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। উত্তর প্রদেশ বিধানসভার সদস্য নন্দ কিশোর গুজ্জার অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ‘বিগ বস’ ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। তাই শোটি বন্ধে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে শো নির্মাতাদের তলব করেছে তথ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘বিগ বস’ সারাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।  ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আঘাত করেছে। এতে অশ্লীল দৃশ্য দেখানো হয়।  পরিবারের সদস্যদের সঙ্গে যা বসে দেখার মতো নয়। অনুষ্ঠানটিতে নারী পুরুষকে এক বিছানায় দেখানো হয়। 

অনুষ্ঠান আয়োজকরা বলছেন, ‘বিগ বস’এ  সরাসরি নগ্নতা বা যৌনতা দেখানো হয় না। তবে প্রতিযোগীরা সেক্স নিয়ে কিছু কথা বলে। অবশ্য সেটা ১৮ বছরের কম বয়সী নারী-পুরুষ কিংবা পরিবারের বড় সদস্যরাও একসঙ্গে বসে দেখতে পারবেন না।

এখন দেখার বিষয় ‘বিগ বস’-এর ভবিষ্যৎ কী দাঁড়ায়? তবে অনুষ্ঠানটি চলবে না বন্ধ হবে তা জানতে এখনও অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। অনেকে বলছেন, এতসব অভিযোগের পর রিয়েলিটি শোটি বন্ধ হয়ে যেতে পারে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর