ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৭৬

সোবার্স-ইমরান-শচীনদের সঙ্গে মুশফিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৩ ২ জানুয়ারি ২০২১  

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন প্রকাশিত সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। কিশোর বয়সে লংগার ভার্সনে অভিষেকের পর যারা ক্যারিয়ারে দুর্দান্ত পাফরম্যান্স করেছেন এবং এখনও করছেন-সেসব ক্রিকেটারদের নিয়ে এ একাদশ তৈরি করেছে জনপ্রিয় এ ক্রিকেট সাময়িকী। 


২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। তখন তার বয়স ছিল ১৭ বছর। এরপর এখন অবধি জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৭ সেঞ্চুরি ও ২১ হাফসেঞ্চুরিতে ৩৬.৪৭ গড়ে ৪৪১৩ রান করেছেন তিনি। এ ৭ সেঞ্চুরির মধ্যে তিনটি ডাবল-সেঞ্চুরিও রয়েছে।

 

মুশফিককে দলে নেয়ার ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানায়, এ বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশি। নিজের ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোট-খাটো গড়নের এ ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ দ্বিশতক তার দখলে।

 

উইজডেনের সেরা কিশোর একাদশের একজন হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন মুশফিক। নিজের ফেসবুক পেজে সেটি জানিয়েছেন তিনি। মিস্টার ডিপেন্ডেবল লিখেছেন, আলহামদুলিল্লাহ। এত কিংবদন্তির সঙ্গে এ দলের একজন হতে পারা দারুণ অনুভূতির। উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিতবোধ করছি।

 

বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটার এ টেস্ট একাদশে মাত্র দুজন রয়েছেন। তাদের একজন মুশফিক আর অন্যজন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। বাকি যারা আছেন, তারা বহু আগেই ক্রিকেটকে বিদায় বলেছেন। এ একাদশের অধিনায়ক ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

 

উইজডেনের সেরা কিশোর একাদশ: নিল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম ও প্যাট কামিন্স।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর