ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৭৬

সৌমিত্রর অবস্থা অতি সংকটজনক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ১৪ নভেম্বর ২০২০  

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। তার মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে না! ঠিকভাবে কাজ করেছে না হার্ট ও কিডনিও।

 

গেল ৫ অক্টোবর সৌমিত্রর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন গুণী এই অভিনেতা। এসময়ে তার শারীরিক পরিস্থিতির উন্নতি-অবনতি লেগেই আছে। 

 

তবে শুক্রবার (১৩ নভেম্বর) সৌমিত্রর শরীরের অবস্থা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। গেল মাসের শেষ থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। এদিন তার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আলাদা সাপোর্ট ব্যবহার করা হয়েছে। হার্ট রেট অনেক বেড়ে গেছে। 

 

চিকিৎসকরা বলছেন, সৌমিত্রর ইইজি রিপোর্টে ব্রেনের খুব কম কাজ ধরা পড়েছে। তার মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক নেমে দাঁড়িয়েছে মাত্র ৫-এ। প্রবীণ অভিনেতার শরীরে অক্সিজেনের চাহিদাও বেড়েছে। 

 

৮৫ বছর বয়সী অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর। তিনি জানিয়েছেন, সৌমিত্রর কিডনি ভালোমতো কাজ করছে না। তার ডায়ালাইসিস করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। এই প্রথম  আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের সেরাটা হয়তো ‘ফেলুদা’র শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না। 

 

অরিন্দম কর বলেন, গেল বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথম দফার প্লাজমাফেরেসিস’র (প্লাজমা থেরাপি) ফলে সৌমিত্রর শরীরে কোনোরকম উন্নতি হয়নি। এর আগে বুধবার (১১ নভেম্বর) তার শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হয়। ট্রাকিওস্টোমি টিউব (ট্রাকিয়া)  স্থাপন করা হয়। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর