ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৩৪

স্কুল দলের কোচিং করানোরও যোগ্যতা নেই মিসবাহর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৫ ৫ জানুয়ারি ২০২১  

পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হকের কোচিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিশ্বকাপজয়ী পেসার আকিব জাভেদ। তিনি মনে করেন, জাতীয় দলের তো দূরের কথা, স্কুলের কোচিং করানোরও যোগ্যতা নেই মিসবাহর।

পাক ক্রিকেটের বর্তমান-ভবিষ্যত নিয়ে সোমবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ  মন্তব্য করেন আকিব। তিনি বলেন, কোচিং করানোর পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও ওয়াকার ইউনিস ও মিসবাহকে মূল দলের দ্বায়িত্ব দেয়া হয়েছে। এর ফল ভোগ করছে পাকিস্তান ক্রিকেট। যারা তাদের নির্বাচন করেছেন, তারা এ দায় এড়াতে পারেন না। দেশের বোর্ড (পিসিবি) যদি ক্রিকেটের উন্নয়নে দ্রুত কোনও পদক্ষেপ না নেয়, তাহলে হকির মতো বিপর্যয়ের মুখে পড়বে।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আকিব। অদূরে ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে চান কি না-এমন প্রশ্ন করা হলে জানান, পিসিবির কর্তাব্যক্তিদের মধ্যে শ্রদ্ধাবোধের অভাব থাকায় কোচ হতে আগ্রহী নন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর