ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৩০

হাসপাতালে ম্যারাডোনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ৩ নভেম্বর ২০২০  

হঠাৎ করেই লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে ডিয়েগো ম্যারাডোনাকে। গেল শুক্রবার বুয়েনস আয়ার্স এর স্থানীয় ক্লাব জিমনাসিয়ার মাঠ থেকে চলে যাওয়ার পর থেকেই আর দেখা মেলেনি তার।  হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

 

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক লিপোলদো লুক বলেছেন, বেশ কিছুদিন ধরেই ম্যারাডোনার অবস্থা ভালো ছিল না। তাঁকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও মোটেও ভালো নেই তিনি। যেটা তাঁর শরীরে প্রভাব ফেলেছে।

 

তবে বর্তমানে ম্যারাডোনার অবস্থা খুব একটা শোচনীয় নয়। অন্তত কোভিড-১৯–সংক্রান্ত কিছু হয়নি বলে আশ্বস্ত করেছেন লুক। তিনি জানান, ততটা সুস্থ নন আর্জেন্টিনা কিংবদন্তি। আমি মনে করি, বর্তমানের অবস্থা থেকে আরও ভালো থাকা উচিত। তার সাহায্য দরকার। আর এখনই সময় আমাদের তাকে সাহায্য করার।

 

লুক বলেন, ডিয়েগো এমন একজন, যিনি মাঝে মধ্যে অসাধারণ এবং বাকি সময় ততটা না। তার নিজের বর্তমানের চেয়ে ১০ হাজার গুণ ভালো থাকা উচিত। এখানে নিয়ে আসাটা তাকে সাহায্য করবে। ম্যারাডোনা হয়ে ওঠা খুব কঠিন।

 

তবে কী কারণে ম্যারাডোনাকে হাসপাতালে আনা হয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর