ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৩০৪

হৃতিকের ‘সুপার থার্টি’ রিমেক করবে হলিউড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৮ ২১ ডিসেম্বর ২০১৯  

১৯৯৪ সালে কেমব্রিজে পড়ার সুযোগ পেয়েছিলেন আনন্দ কুমার। শুধু প্লেনের টিকিটের টাকা জোগাড় করতে পারেননি বলে কেমব্রিজে পড়ার স্বপ্ন সেখানেই ভেঙে যায় তার।

নিজের স্বপ্ন সত্যি হয়নি, তাই অন্যের স্বপ্ন পূরণে নেমে যান আনন্দ কুমার। যেসব গরিব ছাত্র স্বপ্ন দেখত আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) পড়ার, নিজের স্বল্প আয়ের পুরোটাই তিনি খরচ করতেন ওই ছাত্রদের খাওয়া, পড়া, থাকা আর লেখাপড়ার খাতে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুপার থার্টি’।

গত ১১ জুলাই মুক্তি পায় হৃতিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’। যেখানে তার বিপরীতে ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সিনেমাটি আয় করে নেয় ২০০ কোটি রুপি।

চমকপ্রদ তথ্য হলো- বলিউড ইন্ডাস্ট্রি মাতানোর পর এবার হলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

যদি সব ঠিক থাকে তাহলে এবারই প্রথম কোন ভারতীয় সিনেমার রিমেক হবে হলিউডে।

“সুপার থার্টি’র গল্পটি অসাধারণ। আর হলিউড এমন গল্পই খুঁজে থাকে। এছাড়া ভারতীয় সিনেমার দর্শক সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যে সিনেমাটির হলিউড রিমেকের চিত্রনাট্য লেখা শুরু করে দিয়েছেন সঞ্জীব দত্ত।

এখানেই শেষ নয়, যার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুপার থার্টি’। সেই আনন্দ কুমারকেও দেখা যাবে সিনেমাটির হলিউড রিমেকে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর